আরও তিন রাজ্যে জয়, নির্বাচনের দ্বারপ্রান্তে ট্রাম্প

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির পক্ষে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

মিসৌরি, মিশিগান ও আইডাহো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে জয়ের মাধ্যমে দলটির পক্ষ থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আরও একধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এর মাধ্যমে আগামী মঙ্গলবারের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য ‘সুপার টুইসডে’ সামনে রেখে রাজ্যগুলোতে অনুষ্ঠিত নির্বাচনের সবকটিতেই জয়ের রেকর্ড হলো ডোনাল্ড ট্রাম্পের। সুপার টুইসডেতে রিপাবলিকান ও ডেমোক্রেট দুটি দলের পক্ষে প্রার্থী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটাভুটি। 

গত জুলাইয়ে পার্টির কনভেনশনে প্রার্থী নির্বাচনের দৌড়ে ব্যাপক সাড়া পান যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। তাই আগামী মঙ্গলবার তিনি এর ফলাফল পেতে যাচ্ছেন। ধরে নেওয়া হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে যাচ্ছেন। ২০২০ সালের পর এটাই হতে যাচ্ছে তাদের মধ্যে দ্বিতীয় লড়াই।

মিসৌরি, মিশিগান ও আইডাহোতে অনুষ্ঠিত অভ্যন্তরীণ হাইব্রিড নির্বাচনে কিছু ক্ষেত্রে উত্তেজনা বা মতবিরোধ দেখা দিলেও ডোনাল্ড ট্রাম্পের বেশ শক্ত অবস্থানই দেখা গেছে।

মিসৌরিতে প্রতিটি কাউন্টি ককাসেই ডোনাল্ড ট্রাম্প তার মূল প্রতিদ্বন্দ্বী সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালির বিরুদ্ধে জয়লাভ করেন।

মিশিগানে প্রায় দুই হাজার পার্টি কর্মী ককাস কনভেনশনে ভোট দেন আর ট্রাম্প মোট ৩৯টি ডেলিগেট ভোটের সবকটিতেই জয়লাভ করেন।

এছাড়া পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর রিপাবলিকান ককাসেও জয়লাভ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ওদিকে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি ‘সুপার টুইসডে’কে সামনে রেখে দেশজুড়ে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠতে থাকা ডোনাল্ড ট্রাম্পকে মখোমুখি হওয়ার লক্ষ্য নিয়ে।