‘সুপার টুইসডে’তে কাল যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে ভোট উৎসব

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাইমারি নির্বাচনে একটি ভোটকেন্দ্রের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন পথচারী। ফাইল ছবি : এএফপি

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে আগামীকাল মঙ্গলবারের ভোট ডোনাল্ড ট্রাম্পকে হাফ ছেড়ে বাঁচতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ‘সুপার টুইসডে’ হিসেবে পরিচিত এই দিনটিতে যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যের ও একটি অঞ্চলের ভোটাররা একযোগে ভোট দিতে যাচ্ছেন নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে। খবর এএফপির।

সাধারণত একদিনের বিশেষ এই ভোট যা একাধিক রাজ্যের প্রাইমারির অংশ, প্রার্থীদের সঙ্কুচিত হয়ে আসা প্রতিদ্বন্দ্বিতাকে বাঁচা-মরার লড়াইয়ে রূপ দেয়।

রিপাবলিকান দলের পক্ষে জুলাইয়ে অনুষ্ঠেয় দলের মনোনয়ন সম্মেলনকে সামনে রেখে এক তৃতীয়াংশেরও বেশি প্রতিনিধি অধীর আগ্রহে অপেক্ষ করছেন আগামীকাল ৫ মার্চের দিনটির জন্য।

মামলাজনিত বিপত্তির পরেও ডোনাল্ড ট্রাম্প এর আগের প্রতিটি রাজ্যের প্রাইমারিতে জয়লাভ করেছেন। তাই সাবেক এই প্রেসিডেন্টর জন্য এই দিনটি প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পেছনে ফেলে রিপাবলিকার পার্টির পতাকাবাহক হতে একটি অনন্য সুযোগ হয়ে দেখা দিয়েছে।

তবে ডেমোক্রেট শিবিরে বড় কোনো ধরনের নাটকের সম্ভাবনা খুবই কম। আশা করা যাচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে জো বাইডেনকেই মনোনয়ন দেবে তার দল।  

‘সুপার টুইসডে’তে এক কোটিরও বেশি ভোটার উত্তরপূর্বাঞ্চলীয় মেইন রাজ্য থেকে শুর করে পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় আমেরিকান সামোয়া অঞ্চলে ভোটপ্রদান করবেন। যেসব রাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হলো-আলাবামা, আলাস্কা, আরকানসাস, কলোরাডো, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, ভারমন্ট এবং ভার্জিনিয়া।

এদিকে, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে রোববার প্রতীকী বিজয়ের আগ পর্যন্ত অপর রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি একটি প্রতিযোগিতাতেও জয়ী হতে পারেননি। তবে নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনাতে ৪০ শতাংশ ভোট পাওয়ায় মনে করা হচ্ছে তিনি পার্টিকে কিছুটা হলেও বিভক্ত করতে পেরেছেন। নিকি হ্যালি মনে করেন জো বাইডেনের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে তিনি ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যোগ্য প্রার্থী।

যদিও ‘সুপার টুইসডে’র আগে নির্বাচনি লড়াইয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি, তবে পরাজয়ের আরেকটি ধারা তাকে প্রচারণা থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য করবে।