রোজা শুরুর দিন জানাল অস্ট্রেলিয়া

Looks like you've blocked notifications!

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আজ রোববার (১০ মার্চ) এক ঘোষণায় জানিয়েছে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশটিতে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিলের ইমামবৃন্দ এবং অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে পবিত্র রমজান মাস শুরুর এই তারিখ ঘোষণা করা হয়। খবর খালিজ টাইমসের।

পোস্টে জানানো হয়, ১৪৪৫ হিজরির রমজান মাসের গণনা শুরু হবে আগামীকাল সোমবার রাত থেকে। সে হিসাব অনুসারে তারাবি নামাজ শুরু হবে সোমবার রাত থেকে এবং অস্ট্রেলিয়ার মুসলিমরা মঙ্গলবার থেকে রোজা পালন করবেন।

ভৌগোলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে। এছাড়া, ব্রুনেই ও মালয়েশিয়াতেও আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। সে হিসাব অনুসারে দেশ দুটিতে শাবান মাস শেষ হবে আগামীকাল সোমবার।