সামুদ্রিক কচ্ছপ খেয়ে তানজানিয়ায় ৯ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
তানজানিয়ার জানজিবার দ্বীপপুঞ্জের একটি সমুদ্র সৈকত। ছবি : এএফপি

আফ্রিকার দেশ তানজানিয়ার পেমবা দ্বীপে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে আট শিশু ও একজন নারীসহ মোট নয়জন মারা গেছে। এছাড়া সামুদ্রিক প্রাণিটির মাংস খেয়ে হাসপাতালে যেতে হয়েছে আরও ৭৮ জনকে। খবর দি গার্ডিয়ানের।

তানজানিয়ার জানজিবার দ্বীপমালার অন্তর্গত ওই দ্বীপটিতে সামুদ্রিক কচ্ছপের মাংস খাওয়াকে আভিজাত্যের অংশ হিসেবে মনে করা হয়। তবে এই মাংস খেয়ে বিষক্রিয়ার কারণে মৃত্যুর ঘটনাও মাঝেমধ্যে ঘটে থাকে।

এ বিষয়ে দ্বীপমালাটির মোকানি জেলার মেডিকেল অফিসার ডা. হাজি বাকারি জানান, ওই দ্বীপটির লোকজন গত মঙ্গলবার কচ্ছপের মাংস খেয়েছিলেন। আর এরপর থেকেই ঘটতে থাকে বিষক্রিয়ার কারণে মৃত্যুর ঘটনা। গত শুক্রবার রাতে মারা যায় ওই পূর্ণ বয়স্কা নারী। আগের দিন মারা যায় তার শিশু সন্তান। ডা. বাকারি আরও জানান, মরদেহগুলো পরীক্ষা করে দেখা গেছে তাদের প্রত্যেকেই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েছিলেন।

পূর্ব আফ্রিকার এই দেশটির আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল জানজিবার দ্বীপপুঞ্জ। কচ্ছপের মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঘটনার পর কর্তৃপক্ষ পেমবা দ্বীপে দুর্যোগ ব্যবস্থাপনার একটি দল পাঠিয়েছে। দলটি দ্বীপবাসীর প্রতি সামুদ্রিক কচ্ছপের মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছে। 

এর আগে ২০২১ সালের নভেম্বরে এই পেমবা দ্বীপেই তিনবছরের এক শিশুসহ সাতজন মারা যায় আর হাসপাতালে ভর্তি করতে হয় আরও তিনজনকে।