আহত মমতা, ভর্তি হাসপাতালে

Looks like you've blocked notifications!
আহত কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে  নেওয়া ছবি

গুরুতর আহত হয়েছেন ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেটে গেছে কপাল। ঝরছে রক্ত। রক্তাক্ত মমতাকে নেওয়া হয়েছে এস এস কে এম হাসপাতালে। হাসপাতাল সূত্র বলছে, তার সেলাই লাগতে পারে। খবর আনন্দবাজারের।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি জানায়, বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া, তৃণমূল সূত্রের বরাতে বলা হয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনো ভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে দ্রুত এস এস কে এম হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।’