মিয়ানমারের আরও দুটি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি

Looks like you've blocked notifications!
রাখাইন রাজ্যের পোন্নাগিউন শহরের সাধারণ প্রশাসন বিভাগের অফিসের সামনে আরাকান আর্মি সৈন্যরা। ছবি : ইরাবতি

মিয়ানমারের রাখাইনে আরও দুটি শহরের দখল নিয়েছে বিচ্ছিন্নতবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। শহর দুটির একটি হলো রাথিডং, অন্যটি বুথিডং। মিয়ানমারের নির্বাসিত সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম দ্য ইরাবতী গতকাল সোমবার (১৮ মার্চ) রাথিডং শহর আরাকান আর্মির দখলে যাওয়ার খবর জানিয়েছে।

গতকাল সোমবার (১৮ মার্চ) রাতে আরাকান আর্মি জানায়, রাথেডংয়ে রোববার জান্তা সেনার লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ৫৩৬, ৫৩৭ ও ৫৩৮কে তুমুল যুদ্ধে পরাজিত করেছে। ২০০ জান্তা সেনা রাজধানী সিটওয়ের দিকে নৌকায় করে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়াদের মধ্যে নতুন নিয়োগ দেওয়া সেনারাও ছিল। নতুন নিয়োগ পাওয়া জান্তা সেনাদের মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে বলেও জানায় আরাকান আর্মি। এদের মধ্যে অনেক সেনা রোববার নিহত হয়েছে বলেও জানায় তারা।

এদিকে, বুথিডংয়ে জান্তার লাইট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ৫৫২কে পরাজিত করে হেডকোয়ার্টার্সের দখল নিয়েছে আরাকান আর্মি। সোমবার রাতে এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করেছে, গত বছরের ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে রাখাইনের ১৭টি শহরসহ রাজ্যটির অর্ধেক দখলে নিয়েছে তারা। এর মধ্যে ১৮০টি সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার রয়েছে। এ ছাড়া চিন রাজ্যের পালেতোয়া শহরের দখলও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।