সুখের শীর্ষ পাঁচে যে দেশগুলো

Looks like you've blocked notifications!
ওয়ার্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে নেওয়া ছবি

সুখী দেশের তালিকায় এবারও আধিপত্য দেখিয়েছে নর্ডিক দেশগুলো। র‌্যাংকিংয়ে  প্রথম অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন।  এমনকি, এই তালিকায় বেশ ওপরেই যুদ্ধ পরিচালনাকারী দেশ ইসরায়েলও।

আজ বুধবার (২০ মার্চ) জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বৈশ্বিক সুখবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলা হয়েছে, টানা সপ্তমবারের মতো শীর্ষে এবারও ফিনল্যান্ড। 

সুখের এই তালিকা প্রণয়ন করা হয় কোনো নির্দিষ্ট দেশের জনসাধারণের জীবন সম্পর্কে সন্তুষ্টি, জিডিপি অনুসারে মাথা পিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির মূল্যায়নের ওপর।

প্রায় এক যুগ আগে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও জার্মানি কখনোই প্রথম ২০টির ঘরে তাদের নাম তুলতে পারেনি। আর এবছর তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে। অন্যদিকে, কোস্টারিকা ও কুয়েত চলে এসেছে প্রথম ২০টি দেশের তালিকায়। এই বছরের তালিকায় তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩তম স্থানে।

যদিও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় কখনোই বড় দেশগুলোর নাম আসে না। প্রথম ১০টি দেশের মধ্যে কেবল নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যাই দেড় কোটির ওপরে। পুরো তালিকার প্রথম ২০টি দেশের মধ্যে কেবল কানাডা ও যুক্তরাজ্যের তিন কোটির বেশি জনসংখ্যা রয়েছে।

২০০৬ সাল থেকে ২০১০ সাল নাগাদ এই তালিকায় সবচেয়ে অবনতি হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানের। অন্যদিকে সবচেয়ে উন্নতি হয় পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার। সুখী দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান তলানির দিকে ১২৯তম স্থানে।

১৪৩টি দেশের এই তালিকায় সবার নিচে অবস্থান করছে ২০২০ সালের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে থাকা মানবিক দুর্যোগের মুখে পড়া আফগানিস্তান।