বিচারের জন্য ভারতে আনা হলো ৩৫ সোমালি জলদস্যু

Looks like you've blocked notifications!
সোমালিয়ার দস্যুদের পাহাড়ায় ভারতীয় নৌ কমান্ডোরা। ছবি : এএফপি

জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় সোমালিয়ার ৩৫ দস্যুর বিচার করতে ভারতে আনা হয়েছে। আজ শনিবার (২৩ মার্চ) ওই সোমালিদের মুম্বাইয়ে আনা হয়। এর আগে নৌ কমান্ডোরা ছিনতাই হওয়া এমভি রুয়েন নামে জাহাজটি উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করেন। একইসঙ্গে বেশ কয়েকজন জিম্মিকেও উদ্ধার করা হয়। খবর ভয়েস অব আমেরিকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমটি বলছে, বিভিন্ন পতাকাবাহী এমভি রুয়েনকে ডিসেম্বরে ছিনতাই করা হয়। এর মধ্য দিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো সোমালি জলদস্যুরা সফলভাবে পতাকাবাহী কোনো জাহাজকে ছিনতাই করেছিল। এরপর গত ১৭ মার্চ সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল বা ৪৮০ কিলোমিটার দূরে ভারতীয় কমান্ডোরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

ভারতীয় নৌবাহিনীর বিবৃতি বলছে, উদ্ধার অভিযানে নেতৃত্বে থাকা আইএনএস কলকাতা ওই জাহাজ থেকে গ্রেপ্তার ৩৫ জন জলদস্যুকে আজ শনিবার সকালে মুম্বাইয়ে পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইনের নীতি ও এই অঞ্চলে নিরাপদ সমুদ্র এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বজায় রেখে’ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। ৪০ ঘণ্টা ধরে এই অভিযান চলে।

নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল বলেছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো জলদস্যুতার জন্য বিচারের মুখোমুখি করতে ভারতীয় উপকূলে আনা হলো।