মস্কো হামলায় জড়িত চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

Looks like you've blocked notifications!
ক্রকাস সিটি হলে হামলায় জড়িতদের হাজির করা হয় মস্কোর একটি আদালতে। ছবি : এএফপি     

মস্কোর ক্রকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় ১৩৭ জন নিহত হওয়ার ঘটনায় যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ এনে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর বিবিসির।  

আজ সোমবার (২৫ মার্চ) প্রথম তিনজন সন্দেহভাজনকে উপুড় করে মস্কোর আদালতে হাজির করা হয় এবং চতুর্থ সন্দেহভাজনকে নিয়ে আসা হয় হুইলচেয়ারে। তাদের চারজনের বিরুদ্ধেই সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছে।

ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) শুক্রবারের ওই হামলার দায় স্বীকার করে এবং এ বিষয়ে ভিডিও প্রমাণও পোস্ট করে।

তবে রাশিয়ান কর্মকর্তারা কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন এই ঘটনার সঙ্গে ইউক্রেন জড়িত। কিন্তু কিয়েভ বলেছে এই দাবি অযৌক্তিক।

এদিকে রুশ কর্তৃপক্ষ ওই চারজনের নামও প্রকাশ করেছে। তারা হলেন, দালের্ধঝন মিরজোয়েভ, সাইদাক্রামি মুরাদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মোহাম্মাদ সবির ফায়জোভ।

এদের মধ্যে তিনজনকে মুখোশ পরা পুলিশ রাশিয়ার রাজধানীতে অবস্থিত বাসমান্নি জেলা আদালতে হাজির করে। চারজনেরই শরীরেই প্রচণ্ড মারধরের চিহ্ন দেখা যায় এবং কমপক্ষে একজনের শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়।

এদের প্রত্যেককেই একটি কাঁচ ঘেরা বুথে রাখা হয় আদালতের কাজ চলার সময় এবং সেখানে থাকে মুখোশ পরা পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এক প্রতিবেদনে জানিয়েছে আসামিরা তাজিকিস্তানের বাসিন্দা। তাদেরকে আগামী ২২ মে নাগাদ বিচারপূর্ব আটকাদেশ দিয়েছে রাশিয়ার আদালত।

গত শুক্রবার রাতে রাজধানী মস্কোর উপকণ্ঠে ক্রান্সনগোরস্ক এলাকার ক্রকাস সিটি হলে একটি রক কনসার্টে অংশ নেওয়া জনতাকে লক্ষ্য করে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ওই চার বন্দুকধারী। সে সময় হলটিতে ছয় হাজার দর্শক উপস্থিত ছিল। হামলাকারীরা এ সময় হলটিতে আগুন ধরিয়ে দেয় যার কারণে অনুষ্ঠানস্থলের ছাদ ধসে পড়ে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১৩৭ জন নিহত ও আরও ১০০ জন আহত হয়েছে।