গাজায় রমজানে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস

Looks like you've blocked notifications!
ডয়চে ভেলেতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়ে তোলা প্রস্তাব পাস হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। এর আগে যুক্তরাষ্ট্রের করা গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছিল রাশিয়া ও চীন। তাদের ভেটোর ফলে যুদ্ধবিরতির প্রস্তাবটি আটকে গিয়েছিল।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলা হয়, অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতির প্রস্তাবটি অচলাবস্থায় ছিল। বারবার যুদ্ধবিরতি আহ্বানের পরও সম্মত হতে ব্যর্থ হয়েছিল তারা। আজ সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মুসলিমদের পবিত্র রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বানের প্রস্তাব পাস করেছে৷

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছে ওয়াশিংটন, যেখানে ৩২ হাজার জনেরও বেশি মানুষ, বিশেষ করে নারী ও শিশু ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও কিছু করার জন্য ইসরায়েলকে চাপ দিয়েছে, যেখানে বলা হয়, সমগ্র জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

আজ যে প্রস্তাবটি পাস হয়েছে, তা আগেও খসড়া আকারে প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছিল ওয়াশিংটন। তাতে ভেটো দেয় রাশিয়া ও চীন। নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, স্থায়ী সদস্য দুই দেশের ভেটোতে তখন প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

ভেটো দেওয়ার পর এ নিয়ে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেন, খসড়াটিতে অত্যধিক রাজনীতিকরণ করা হয়েছে এবং গাজার রাফা শহরে সামরিক অভিযান চালাতে ইসরায়েলের জন্য একটি সবুজ সংকেত রয়েছে। দূত ভাসিলি নেবাঞ্জা বলেন, প্রস্তাবে যুদ্ধবিরতির কোনো আহ্বান নেই। মার্কিন নেতৃত্ব ইচ্ছেকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।

চীনের দূত ঝাং জুন বলেন, মার্কিন খসড়ায় যুদ্ধবিরতির বিষয়টি কৌশলে পরিহার করা হয়েছে, পাশাপাশি অস্পষ্ট রাখা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এড়িয়ে যাওয়া হয়েছে।