যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে দুর্ঘটনা

জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, জরুরি অবস্থা জারি

Looks like you've blocked notifications!
গুগল আর্থ থেকে নেওয়া ছবি

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের কাছে ল্যান্ডমার্ক ফ্রান্সিস স্কট কী নামে একটি সেতু ভেঙে পড়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) বড় কনটেইনারবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেতুটি ভেঙে যায়। এ ঘটনায় বেশ কিছু গাড়ি প্যাটাপস্কো নদীতে পড়ে যায়। এ ছাড়া নদীতে পড়ে যান ২০ জনের বেশি মানুষ। পরে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর জরুরি অবস্থা ঘোষণা করেন। খবর বিবিসির।

ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, উনবিংশ শতাব্দির কবি ফ্রান্সিস স্কট কী-এর নামে ১৯৭৭ সালে সেতুটি নির্মিত। ফ্রান্সিস স্কট কী দেশটির জাতীয় সংগীতের রচয়িতা। 

চেসেপিক উপসাগরের মোহনায় মিলত হওয়া প্যাটাপস্কো নদীর ওপর নির্মিত ফ্রান্সিস স্কট কী সেতুর দৈর্ঘ আট হাজার ৬৩৬ ফুট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জাহাজের ধাক্কায় সেতুটি সম্পূর্ণ পানিতে ভেঙে পড়েছে।

সেতুটি যখন ভেঙে পড়ে, তখন এর ওপর বড় ট্রাক্টর-ট্রেলার ছিল। ধাক্কা লাগার পর পানিতে প্রচুর ডিজেল ছড়িয়ে পড়েছে।

বাল্টিমোর কর্তৃপক্ষ এটাকে গুরুতর ঘটনা হিসেবে দেখছে। বাল্টিমোর শহরের মেয়র ব্র্যান্ডন স্কট বলেন, সেতু এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা চলছে।