রুশ গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে পোল্যান্ডের অভিযান 

Looks like you've blocked notifications!

রুশ গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পোল্যান্ড। দেশটির নিরাপত্তা সেবার বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) এই তথ্যের আগে জানা গিয়েছিল, গতকাল বুধবার গভীর রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া পোল্যান্ড, বাল্টিক রাজ্য বা চেক প্রজাতন্ত্রের মতো ন্যাটোর কোনও দেশ আক্রমণ করবে না। তবে, পশ্চিমারা ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান চালানোর জন্য যোদ্ধা সরবরাহ করলে সে বিমান অবশ্যই গুলি করে ধ্বংস করবে রুশ বাহিনী। 

বিভিন্ন সময়ে রুশ গোয়েন্দা শনাক্তের দাবি করেছে পোল্যান্ড। এমন সন্দেহ আটকও করেছে তারা। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছের প্রেজমিসল থেকে পাবলো গঞ্জেলা নামে রুশ-বংশোদ্ভূত এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্পেনিশ সংবাদমাধ্যম পাবলিকো ও টিভি স্টেশন লা সেক্সটার প্রতিবেদক ছিলেন। তাকে আটকের কয়েক দিন পর ৪ মার্চ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (এবিডব্লিউ) বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দেয়। 

এএফপি আজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পোলিশ নিরাপত্তা পরিষেবা বৃহস্পতিবার বলেছে, তারা চেক গোয়েন্দাদের সহযোগিতায় রাশিয়ান গুপ্তচর নেটওয়ার্কে অভিযান চালিয়েছে, যা মস্কোর অর্থায়নে পরিচালিত। 

নিরাপত্তা পরিষেবার মুখপাত্র জ্যাসেক ডব্রজিনস্কি বলেছেন, এই আন্তর্জাতিক সংস্থাটি রাশিয়ার পক্ষে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়ার। ১৯৬২ সালের কিউবার তৈরি ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গভীরতম সংকটের সূত্রপাত করেছে ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ। 

যদিও গতকাল পুতিন ন্যাটো দেশগুলোকে আক্রমণ করবে না বলে জানিয়েছে, তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল পোল্যান্ডে রুশ গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চলছে।