কী হবে আজকের সূর্য গ্রহণে?

Looks like you've blocked notifications!
সূর্য গ্রহণ। ছবি : এএফপি

আজ (৮ এপ্রিল, ২০২৪) আর কয়েক ঘণ্টা পরেই হতে যাচ্ছে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণের ঘটনা। এটি হতে যাচ্ছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মহাকর্ষীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্য থেকে পূর্বাঞ্চলীয় মেইন পর্যন্ত পথপরিক্রমা করবে এই সূর্য গ্রহণ। খবর বিবিসির।

দৃষ্টিনন্দন এই ঘটনাপ্রবাহে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, যার ছায়া পড়বে পৃথিবীর ওপর। আর গ্রহণের পথের এলাকাজুড়ে তৈরি হবে সাময়িক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। পূর্ণ গ্রাসের এই ক্ষণকাল বজায় থাকবে প্রায় চার মিনিটিব্যাপী। জোতিষী, বিজ্ঞানী আর সাধারণ মানুষের জন্য সৌর মুকুট (সান করোনা) দৃষ্টিগোচর করার এক অনন্য সুয়োগ তৈরি করে দেবে এই সময়টি।

এখন প্রশ্ন আসতে পারে, পূর্ণ গ্রাস সূর্য গ্রহণের ঘটনাটি আসলে কী? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, পৃথিবীতে আমরা সূর্য গ্রহণের অভিজ্ঞতার মুখোমুখি হই, তখনই যখন আমরা চাঁদের ছায়ার নিচে দাঁড়াই। পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটে যখন চাঁদ পুরো সূর্যটাকে আড়াল করে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায়। এ সময় চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে এবং সূর্যের রশ্মিকে পৃথিবীকে আলোকিত করতে বাধা প্রদান করে।

সাধারণভাবে চাঁদ ও সূর্য একই রেখা বরাবর আসে প্রতি ১৮ মাস অন্তর, তবে তারা কখনো আমেরিকা মহাদেশ বরাবর আবির্ভূত হয় না। সব সময় ভূখণ্ডের ওপর দিয়েও আবির্ভাব হয় না এমন ঘটনার, কারণ বেশিরভাগ সময়ই তা ঘটে জলভাগের ওপর দিয়ে, হয়তো ভূখণ্ডে দেখা যায় দুই মিনিট সময়ের জন্য। তবে এবারই সবচেয়ে বেশি সময়ের জন্য ভূভাগের ওপর দিয়ে বা বলা যেতে পারে আমেরিকা মহাদেশের মাটির ওপর দিয়ে একই রেখা বরাবর চলে আসবে চাঁদ ও সূর্য। আর এমন ঘটনা আগামী ২০৪৪ সালের আগে আর ঘটবে না।