গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৩৫৪৫

Looks like you've blocked notifications!
গাজা শহরের ফিরাস মার্কেট এলাকায় বৃহস্পতিবার ইসরায়েলি বোমাবর্ষণের সময় ধোঁয়া উড়তে দেখছেন আতঙ্কিত ফিলিস্তিনিরা। ছবি : এএফপি 

ফিলিস্তিনের গাজায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আক্রমণে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের প্রাণহানি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালালে নতুন করে শুরু হওয়া এ যুদ্ধে গাজা উপত্যকায় ৭৬ হাজার ৯৪ জন আহত হয়েছেন। 

গত ৭ অক্টোবর হামাস প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের হাতে ১৫০ জিম্মি আটক রয়েছে। ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে।