ইরানের হামলা এখনও শেষ হয়নি, দাবি ইসরায়েলের

Looks like you've blocked notifications!
ইসরায়েলের জেরুজালেমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ছবি : এএফপি

বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা করেছে ইরান। সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার কয়েকদিন পর এই হামলা করল দেশটি।  সেই হামলায় ব্যবহৃত ড্রোন ন বিধ্বস্ত করার দাবি করেছ ইসরায়েল। তাদের আরও দাবি, 'ইরানের হামলা এখনো শেষ হয়নি।' খবর বিবিসি বাংলার।

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা করতে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি ‘অতি জরুরি’ বৈঠকে মিলিত হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ বা পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল এই ‘এক্সট্রাঅর্ডিনারি’ বৈঠকটি ডেকেছেন।

‘এক্স’ প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জোসেপ বরেল লিখেছেন, ‘ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনে ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যাতে অবদান রাখতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যেই এই সংকট নিয়ে আলোচনা করতে জি-সেভেন জোটের বৈঠক ডেকেছেন, এখন দেখা যাচ্ছে কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান খোঁজার জন্য ইউরোপীয় ইউনিয়নও তৎপর হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছিল ইরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছিল, এর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা চালাতে পারে। তারপর গতকাল শনিবার (১৩ এপ্রিল) শেষরাতে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আগে থেকে সতর্কতা থাকার পরও ইরানের হামলার ঘটনায়   ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্ক চলছে। জর্ডান ভিত্তির গণমাধ্যম আলজাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে।