চীনা ইস্পাত-অ্যালুমিনিয়াম পণ্যে তিনগুণ শুল্ক আরোপের আহ্বান বাইডেনের

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এএফপির ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন কঠোরভাবে চীন বিরোধী। তারই বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ফের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও যেন নিজেকে চীন  বিরোধী প্রমাণে নেমেছেন। এটিকে সুরক্ষাবাদী নীতিও মনে করা হচ্ছে। এরই আওতায় বাইডেন চীনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে মার্কিন শুল্ক তিনগুণ করার আহ্বান জানিয়েছেন। যদিও হোয়াইট হাউস বলছে, বিশ্ব বাণিজ্যে চীনের অন্যায় প্রতিযোগিতার বিরুদ্ধে মার্কিন ব্যবসা ও চাকরি রক্ষা করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি।

যদিও চীনের বিরুদ্ধে ডাম্পিং এর যে অভিযোগ বাইডেন তুলেছেন, তা অস্বীকার করেছে দেশটি। ডাম্পিং একটি অবৈধ আন্তর্জাতিক বাণিজ্য নীতি, যার মাধ্যমে চীনের কিছু কোম্পানি আমেরিকায় খুব সস্তা মূল্যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পণ্য বিক্রি করছে। এতে মার্কিন স্থানীয় কোম্পানিগুলো তাদের বাজার হারাচ্ছে।

গতকাল বুধবার পেনসিলভানিয়া একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাইডেন বলেন, সরকার ভর্তুকি দেওয়ায় চীনা কোম্পানিগুলো অন্যায়ভাবে অনেক কম দামে পণ্য বিক্রি করছে। তারা প্রতারণা করছে। আর এতে আমেরিকার ক্ষতি হচ্ছে।