খরায় বিদ্যুৎ সংকট, ইকুয়েডরে জরুরি অবস্থা
ইকুয়েডরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে কলম্বিয়া। খরার কারণে এমনটা করল প্রতিবেশি দেশটি। এতে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে ইকুয়েডরে। এরপর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশে জ্বালানির নাজুক অবস্থার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগেও একবার এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি বলেন, দেশে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
গত বছরের নভেম্বরে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক ড্যানিয়েল নোবোয়া। দেশের বিদ্যুৎ খাতকে আধুনিকীকরণের জন্য নোবোয়া কর্তৃক উত্থাপিত একটি বিল জানুয়ারিতে জাতীয় পরিষদ অনুমোদন করে। তার মাত্র কয়েক মাসেই বিদ্যুৎ সংকটে পড়ল দেশ।
কলম্বিয়া ও ইকুয়েডরের জনগণ জলবিদ্যুতের ওপর নির্ভরশীল। এবার দেশটিতে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, যেখানে জলবিদ্যুতের টারবাইন ঘোরাতে যে সামান্য পানি দরকার, তাও পাওয়া যাচ্ছে না।
কলম্বিয়ার খনি ও জ্বালানিমন্ত্রী আন্দ্রেস কামাচো গত সোমবার গভীর রাতে সাংবাদিকদের বলেন, দেশটি বিদ্যুৎ রপ্তানি কমিয়ে খরা মোকাবিলা করছে। তিনি বলেন, আমরা ইকুয়েডরে বিদ্যুৎ রপ্তানি সীমাবদ্ধ করে দিয়েছিলাম। এখন থেকে সেখানে আর বিদ্যুৎ রপ্তানি করতে পারছি না।