লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রাহ্যের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/02/lebaann_haamlaa_thaamb.jpg)
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহ মিলিশিয়াদের ঘাঁটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলার পর যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইহুদি অধ্যুষিত দেশটি- এমন অভিযোগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। খবর এএফপির।
আজ শনিবার (২ নভেম্বর) ভোরের আগে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে কমপক্ষে ১০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং এসব হামলার আগে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে লেবানন।
এ বিষয়ে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হামলার লক্ষ্যস্তুগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং বেশ কিছু ভবন একবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবারের (১ নভেম্বর) হামলায় ৫২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৭২ জন। দেশটির পূর্বাঞ্চলীয় বালবেক-হারমেল এলাকায় এই হামলা চালানো হয় বলে জানানো হয়। এ ছাড়া বিন্ত জাবেলি, তাইরে ও নাবাতিয়েহ এলাকাতেও হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা এনএনএ।
এদিকে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করার একদিন পরেই লেবাননে এসব হামলা চালানো হলো।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/11/02/lebaann_haamlaa_inaar.jpg)
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এসব হামলার মাধ্যমে এটাই নিশ্চিত হয় যে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সব ধরনের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছে।’