দিল্লিতে অবৈধ বাংলাদেশি খুঁজতে বিশেষ অভিযান
ভারতের রাজধানী নয়াদিল্লিসহ রাজ্যের স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থী শনাক্তে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে ভারতের সড়ক পরিবহণ ও হাইওয়ে বিষয়ক প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা অভিযোগ করে বলেছেন, শুধু ভোটের আশায় আম আদমি পার্টি দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। সম্প্রতি দিল্লি মিউনিসিপল করপোরেশন নগরীর স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করে চিহ্নিত করার নির্দেশনা দেওয়ার পর তিনি নতুন করে এই অভিযোগ আনলেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, দিল্লি মিউনিসিপাল করপোরেশন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ বাংলাদেশিদের তালিকা প্রদান করার জন্য স্কুল প্রধানদের নির্দেশনা দিয়েছে। দিল্লির সব জোনের জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে।
নির্দেশনায় দেশটির জনস্বাস্থ্য বিভাগকে জন্মনিবন্ধন ও জন্মসনদ ইস্যু করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে। এতে বাংলাদেশিদের জন্য যাতে কোনো ধরনের সনদ ইস্যু করা না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। এতে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে বিশেষ অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।
এদিকে দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধে গত ১২ ডিসেম্বর নিউ সীমাপুড়িতে একটি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।