ফের দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়জুড়ে নতুন করে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে প্রায় পাঁচ হাজার একর (২১ বর্গকিলোমিটার) এলাকার বনাঞ্চল ধ্বংস হয়েছে। যার ফলে স্থানীয় বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। খবর আলজাজিরার।
বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের দমকলকর্মীরা বলেছেন, কাউন্টির কাস্টেইক লেক অঞ্চলে নতুন দাবানলের ফলে বিশাল আকারের কালো ধোঁয়ার মেঘ তৈরি হয়েছে। আক্রান্ত এলাকাটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। যেখানে প্রায় ১৮ হাজার ৬০০ মানুষের বসবাস রয়েছে।
কয়েকদিন আগেই ভয়ঙ্কর দাবানলে নারকীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইটন ও প্যালিসেডস অঞ্চলে। আগামীকাল শুক্রবার এসব ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যেই নতুন সংকটের মুখোমুখি হলো লস অ্যাঞ্জেলেস।
কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, তাদের ‘জীবন হুমকির মুখে’। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা এখনও শক্তিশালী শুষ্ক বাতাস প্রবাহিত হওয়ার কারণে চরম অগ্নি-ঝুঁকির মধ্যে রয়েছে। এ অঞ্চলটি রেড-ফ্ল্যাগ সতর্কতার আওতায় রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন বলেন, ‘আগুনপ্রবণ এলাকায় থাকা সবাইকে অবিলম্বে সরে যেতে হবে। প্যালিসেডস ও ইটন দাবানলে মানুষ সরে যাওয়ার নির্দেশ না মানায় যে ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হয়েছে, তা আমরা দেখেছি। সেখানে ২৮ জন নিহত এবং হাজার হাজার মানুষকে গৃহহীন হতে হয়েছে। আমরা এখানে তেমন কিছু দেখতে চাই না। অনুগ্রহ করে অবিলম্বে এলাকা ত্যাগ করুন।’
দাবানল কীভাবে শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আবহাওয়াবিদরা বলেন, শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এদিকে সান ডিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ‘অ্যালার্টক্যালিফোর্নিয়া’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে আগুনের সূত্রপাত ও দ্রুত ছড়িয়ে পড়ার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, পাহাড়ি এলাকা থেকে হঠাৎ চারদিকে ধোঁয়ার কালো মেঘ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এবং অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপক দলগুলো ভূমি থেকে এবং আকাশপথে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ জানিয়েছে, তাদের সাত লাখ একর (২৮০০ বর্গকিলোমিটার) বনভূমি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।
মার্কিন টেলিভিশনগুলোর সংবাদে দেখা গেছে, কাস্টেইকে গাড়ি চালিয়ে মানুষকে এলাকা ত্যাগ করার ঘোষণা দিচ্ছে পুলিশ।
এর আগে গত ৭ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের পূর্বে ইটন ও পশ্চিমের প্যালিসেডস অঞ্চলে প্রায় ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এতে ইটনের ১৪ হাজার ২১ একর এবং প্যালিসেডসে ২৩ হাজার ৪৪৮ একর জায়গা পুড়ে ছাই হয়েছে। এতে ২৮ জনের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে ১৬ হাজার ঘরবাড়ি ও স্থাপনা। ঘর ছাড়তে হয়েছে এক লাখ ৮০ হাজার মানুষকে। ওই দাবানল ২৫০ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত ইটনে ৯১ শতাংশ ও প্যালিসেডসে ৭০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকলকর্মীরা। তবে নতুন এই দাবানল বাড়তি চাপ তৈরি করেছে অগ্নিনির্বাপক কর্মীদের জন্য।