রমজানে মক্কা-মদিনায় ইবাদত করেছেন ১২ কোটির বেশি মুসল্লি

পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে মোট ১২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭১২ জন মুসল্লি ইবাদত করেছেন বলে জানিয়েছেন জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্কের সিইও ইঞ্জিনিয়ার গাজি আল-শাহরানি।
আজ রোববার (৩০ মার্চ) পাকিস্তানি টেলিভিশন চ্যালেন সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজি আল-শাহরানি জানান, এই সময়ে এক কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২৪১ জন ব্যক্তি ওমরা পালন করেছেন। ৯ কোটি ২১ লাখ ৩২ হাজার ১৬৯ জন মুসল্লি মক্কার মসজিদুল হারাম এবং তিন কোটি এক লাখ ৫৪ হাজার ৫৪৩ জন মুসল্লি মসজিদে নববীতে সমবেত হয়েছেন।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আল-শাহরানি দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া, তিনি আল্লাহর অতিথিদের সেবায় নিয়োজিত সকল ব্যক্তির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের প্রচেষ্টার জন্য সওয়াব কামনা করেন।