৭.৫ মাত্রার ভূমিকম্পের পর চিলির দক্ষিণাঞ্চলে সুনামি সতর্কতা

দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মাঝখানে অবস্থিত ড্রেক প্রণালিতে আজ শুক্রবার (২ মে) সকালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চিলির দক্ষিণাঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।
চিলির জরুরি ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে জানায়, ‘সতর্কবার্তা! সেনাপ্রেড সুনামির হুমকির কারণে মাগালানেস অঞ্চলের উপকূলবর্তী এলাকা খালি করার অনুরোধ করছে।’
চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক তার ‘এক্স’ অ্যাকাউন্টে মাগালানেস অঞ্চলের সমগ্র উপকূল খালি করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এটি আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দূরে এবং চিলির পুর্তো উইলিয়ামস শহর থেকেও একই দূরত্বে ছিল।
চিলির জাতীয় ভূকম্পন কেন্দ্র এর মাত্রা ৭ দশমিক ৫ বললেও ইউএসজিএস জানিয়েছে, এটি ৭ দশমিক ৪ মাত্রার ছিল।
ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে) আঘাত হানে এবং পরে আরও কয়েকটি ছোট আফটারশক রেকর্ড করা হয়।
দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণপ্রান্তে অবস্থিত মাগালানেস অঞ্চল চিলির দ্বিতীয় বৃহত্তম প্রশাসনিক অঞ্চল হলেও তুলনামূলকভাবে জনবসতিহীন এবং এটি আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের পাশেই অবস্থিত।
আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রাদেশিক গভর্নরের দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি প্রধানত উশুয়াইয়া শহরে অনুভূত হয়েছে, তবে প্রদেশের অন্যান্য শহরেও কিছুটা কম মাত্রায় কম্পন টের পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
চিলি বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। এখানে নাজকা, দক্ষিণ আমেরিকান ও আন্টার্কটিক—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।
১৯৬০ সালে দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া শহরে ৯ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছিল।
২০১০ সালে চিলির মধ্যাঞ্চলীয় উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ৫২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।