উড্ডয়নের পর হঠাৎ ৯০০ ফুট নিচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

সম্প্রতি দিল্লি থেকে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই মাঝ আকাশে ৯০০ ফুট নিচে নেমে আসার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ১৪ জুনের এ ঘটনায় জড়িত দুই পাইলটকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত (অফ-রোস্টার) করেছে উড়োজাহাজ সংস্থাটি। এ ঘটনার মাত্র দুই দিন আগে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়েছিল। খবর এনডিটিভির।
আজ মঙ্গলবার (১ জুলাই) এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম অনুযায়ী এই বিষয়টি বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তরকে (ডিজিসিএ) জানানোর পরই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমান পরিবহণ সংস্থাটির একজন মুখপাত্র বলেন, পাইলটের রিপোর্ট পাওয়ার পর, নিয়ম অনুযায়ী বিষয়টি ডিজিসিএকে জানানো হয়। পরবর্তীতে বিমানের রেকর্ডার থেকে ডেটা পাওয়ার পর, বিস্তারিত তদন্ত শুরু হয়। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত পাইলটদের বরখাস্ত করা হয়েছে।
অবশ্য বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি ৯ ঘণ্টা ৮ মিনিটের উড্ডয়নের পর নিরাপদে ভিয়েনায় অবতরণ করে।
এদিকে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে একটি সংসদীয় কমিটি সাম্প্রতিক বিমান দুর্ঘটনা ও বিমান চলাচল খাতে জনবলের ঘাটতি পর্যালোচনা করতে চলেছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ও উত্তরাখণ্ডে সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনার পর বিমান নিরাপত্তাকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে সংসদীয় স্থায়ী কমিটি বৈঠক করবে বলে জানা গেছে।

লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি গত ১২ জুন ভারতের আহমেদাবাদ শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে থাকা বেশ কয়েকজন নিহত হন। এ দুর্ঘটনার কারণ জানতে বিমানের ব্ল্যাক বক্স - ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) উদ্ধার করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার এ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামী ১১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।