গাজার ৮৫ শতাংশই ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে : জাতিসংঘ

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ৮৫ শতাংশ এলাকা এখন ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে অথবা জোরপূর্বক উচ্ছেদ নির্দেশনার অধীনে রয়েছে। এই পরিস্থিতি গাজার বেসামরিক জনগণের জন্য এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।
আজ শুক্রবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।
ইউএনআরডব্লিউএর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, গত মার্চ মাসে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর থেকে ৭ লাখ ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হয়েছেন। এর ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, গাজায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। গত চার মাসের বেশি সময় ধরে গাজায় কোনো জ্বালানি প্রবেশ করতে পারেনি। এই জ্বালানি সংকট সেখানকার মানবিক ত্রাণ কার্যক্রম ও মৌলিক পরিষেবাগুলোকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
ইউএনআরডব্লিউএর প্রতিবেদনে গাজার স্বাস্থ্য খাতের করুণ চিত্র তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখনও গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, যার মধ্যে স্বাস্থ্য সুবিধাগুলোর ব্যাপক ক্ষতি, নিরাপদ চলাচলে বাধা এবং চিকিৎসা সামগ্রী ও জ্বালানি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্বালানির অভাবে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো কার্যকারিতা হারাচ্ছে, যা মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের এই প্রতিবেদন গাজার বর্তমান পরিস্থিতিকে আরও প্রকটভাবে তুলে ধরেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।