আবারও বাড়ল স্বর্ণের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ঘোষণা এবং যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে সদ্য ঘোষিত বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টােবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৩৯৭০.৩৬ ডলার হয়, যা দিনের শুরুতে প্রায় ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচার (জিসিসিভি১) প্রতি আউন্সে ৩৯৯২.৪০ ডলারে স্থিতিশীল ছিল। খবর রয়টার্সের।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে আনবেন, যদি বেইজিং মার্কিন সয়াবিন ক্রয় ও বিরল খনিজ রপ্তানি পুনরায় শুরু করে এবং অবৈধ ফেন্টানিল বাণিজ্যে কঠোর ব্যবস্থা নেয়।
সিপিএম গ্রুপের ব্যবস্থাপনা অংশীদার জেফ্রি ক্রিশ্চিয়ান বলেন, ‘প্রথমে স্বর্ণের দামে সামান্য দুর্বলতা দেখা গিয়েছিল, কিন্তু যখন চুক্তির বিস্তারিত প্রকাশ পায় এবং দেখা যায় এটি অনেকটাই ফাঁপা সমঝোতা, তখন বিনিয়োগকারীরা আশা করা থেকে সরে আসেন।’
আরও পড়ুন: আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
বিনিয়োগকারীদের এই অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন দেখা দিয়েছে।
অন্যদিকে, বুধবার (২৯ অক্টােবর) যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে—যা বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে তারা ইঙ্গিত দিয়েছে, চলমান সরকারি শাটডাউনের কারণে এটি হতে পারে বছরের শেষ সুদহার কমানো।
বিশ্লেষকরা বলেন, কম সুদের হার সাধারণত ‘নন-ইল্ডিং’ বা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ায়। এছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময়ও স্বর্ণ নিরাপদ বিনিয়োগ হিসেবে বেশি জনপ্রিয় হয়।
আরও পড়ুন: যে কারণে অস্থির স্বর্ণের বাজার
ওয়েলস ফার্গো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট তাদের ২০২৬ সালের স্বর্ণমূল্যের লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রতি আউন্স ৪৫০০ থেকে ৪৭০০ ডলারের মধ্যে নির্ধারণ করেছে, যা আগে ছিল ৩৯০০ থেকে ৪১০০ ডলার।
তাদের বিশ্লেষণে বলা হয়েছে, ‘ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্য নীতিগত প্রশ্নগুলো আগামী বছরগুলোতেও বেসরকারি ও সরকারি স্বর্ণ চাহিদা বৃদ্ধি করবে এবং দাম আরও বাড়াবে।’
এদিকে, রুপার দাম বেড়ে প্রতি আউন্সে ৪৮.৩৪ ডলার (১.৭ শতাংশ বৃদ্ধি) হয়েছে, প্লাটিনাম ০.৯ শতাংশ বেড়ে ১৫৯৮.৫৫ ডলার, আর প্যালাডিয়াম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ১৪১৫.৫২ ডলারে।

এনটিভি অনলাইন ডেস্ক