মামদানিকে ভোট দিলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের
নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে চূড়ান্ত মুহূর্তে নাটকীয় মোড় নিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সমর্থক ও রিপাবলিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ডেমোক্র্যাট প্রার্থী ও বামপন্থি নেতা জোহরান মামদানিকে ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে ভোট দেন। একইসঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের কেন্দ্রীয় তহবিল সীমিত করে দেওয়া হবে।
নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাতে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা করেন। খবর আলজাজিরার।
আরও পড়ুন : নিউইয়র্কের মেয়র নির্বাচনে যে কারণে এগিয়ে মামদানি
জনমত জরিপ অনুযায়ী, জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে আছেন। ডেমোক্র্যাটিক দলের প্রাইমারিতে পরাজিত হওয়ার পর কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ জরিপের গড় অনুসারে, মামদানি প্রায় ৪৬ শতাংশ সমর্থন নিয়ে কুওমোর (৩১ শতাংশ) চেয়ে প্রায় ১৫ পয়েন্টে এগিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থন ১৭ শতাংশের আশপাশে রয়েছে।
ট্রাম্প তার পোস্টে জোহরান মামদানিকে সরাসরি ‘কমিউনিস্ট’ এবং ‘সম্পূর্ণ ব্যর্থ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মামদানি যদি জেতেন, তবে নিউইয়র্ক সিটি ‘সম্পূর্ণ ও চূড়ান্ত অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের’ মুখে পড়বে।
ট্রাম্প লেখেন, ব্যক্তিগতভাবে আপনি অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার সত্যিই আর কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে। তার সফলতা বা ব্যর্থতার রেকর্ড থাকতে পারে, কিন্তু মামদানি এই কাজের জন্য একেবারেই অযোগ্য।
রিপাবলিকান দলের প্রার্থী কার্টিস স্লিওয়াকে ভোট না দেওয়ার জন্যও তার সমর্থকদের পরামর্শ দেন ট্রাম্প। তিনি বলেন, ‘কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে প্রকারান্তরে মামদানিকেই ভোট দেওয়া।’
আরও পড়ুন : মামদানিসহ ৩ প্রার্থীর কার কোথায় শক্তি
ট্রাম্পের মূল হুমকি ছিল কেন্দ্রীয় তহবিল নিয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মামদানি যদি মেয়র নির্বাচিত হন, তবে খুব সম্ভবত আমি প্রয়োজনীয় ন্যূনতম তহবিল ছাড়া অন্য কোনো ফেডারেল তহবিল এই শহরে দেব না।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে কুওমোকে ট্রাম্পের সমর্থন পাওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ট্রাম্প বিশ্বাস করেন কুওমো তার প্রশাসনের জন্য সেরা মেয়র হবেন, নিউইয়র্কবাসীর জন্য নয়।
এই নির্বাচনকে কেন্দ্র করে নিউইয়র্কে ইতোমধ্যে রেকর্ড সংখ্যক ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি আগাম ভোট পড়েছে।

                  
                                                  এনটিভি অনলাইন ডেস্ক