শিগগিরই দেশে ফেরার ঘোষণা ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদোর
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো খুব শিগগিরই নিজ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
যত দ্রুত সম্ভব তিনি ভেনেজুয়েলায় ফিরে জনগণের পাশে দাঁড়াবেন বলেও জানান তিনি।
গত শনিবার (৩ জানুয়ারি) মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই মাচাদোর প্রথম কোনো প্রকাশ্য মন্তব্য। তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরে জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
ওই সাক্ষাৎকারে মাচাদো নবনিযুক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করেন। রদ্রিগেজকে ‘নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম কারিগর’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, রদ্রিগেজ দীর্ঘ সময় মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। তাই ভেনেজুয়েলার জনগণ তাকে কোনোভাবেই গ্রহণ করবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিরোধী দল ৯০ শতাংশের বেশি ভোটে জয়লাভ করবে।
দেশের সম্পদ লুণ্ঠনকারী অপরাধী চক্রগুলোকে পুরোপুরি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে মারিয়া করিনা মাচাদো বলেন, আমার মূল লক্ষ্য হবে ভেনেজুয়েলাকে আমেরিকার ‘জ্বালানি হাবে’ পরিণত করা। মাদুরো শাসনের সময় যে লাখ লাখ ভেনেজুয়েলান দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাদের পুনরায় দেশে ফিরিয়ে আনা ও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই হবে আগামীর প্রধান কাজ।
এর আগে সোমবার ভেনেজুয়েলার জাতীয় সংসদ ভবনে নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ৫৬ বছর বয়সী দেলসি রদ্রিগেজ। তিনি ২০১৮ সাল থেকে ভাইস দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক