সশস্ত্র বাহিনী পুনর্গঠন করছেন দেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশটির সশস্ত্র বাহিনীতে বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন। স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) আঞ্চলিক কমান্ডগুলোর জন্য ১২ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক সামরিক নেতার দেওয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক অভিযানে বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর রদ্রিগেজ দেশটির দায়িত্ব গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি প্রশাসনে নিজের নিয়ন্ত্রণ জোরদার করতে কাজ করছেন। এর আগে তিনি একজন গোয়েন্দা প্রধানকে তার ‘প্রেসিডেন্সিয়াল গার্ডের’ কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে তার বিচার প্রক্রিয়া চলছে। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল অ্যাসেম্বলি ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ৯০ দিনের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেয়। রদ্রিগেজের এই সাম্প্রতিক সামরিক রদবদলকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও সশস্ত্র বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক