একুশের সংকলনের প্রথম ‘কবি-অভিষেক’ ২৭ মার্চ
কবি মারুফ রায়হান সম্পাদিত একুশের সংকলনের প্রথম ‘কবি-অভিষেক’ আগামী শনিবার (২৭ মার্চ ) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে বইবিপণীকেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কবি জুয়েল মাজহার।
এতে প্রধান আলোচক থাকবেন কবি কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সাব্বির হাসান নাসির।
‘কবি-অভিষেক’ আয়োজনের জন্য দেশের নবীন কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকমণ্ডলী ‘মৃৎফুলের নকশা’-কে নির্বাচন করেছেন, যেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়।
অনুষ্ঠানে অভিষেক ঘটবে ওই গ্রন্থেরই কবি অনুভব আহমেদের। তাঁকে শুভেচ্ছাস্মারক ও অর্থ উপহার দেওয়া হবে। অনুষ্ঠানে আরও থাকবে কবির কবিতা আবৃত্তি ও গান।
প্রায় দুই দশক ধরে একুশে ফেব্রুয়ারিতে প্রকাশ হয়ে আসছে মহান একুশে ও মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত ‘একুশের সংকলন’। নবীন কবিদের জন্য ‘কবি-অভিষেক’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজনটি চলতি বছর থেকে শুরু করল একুশের সংকলন।