দৃকের প্রদর্শনীতে ৩৪ প্রেস ফটো, চলবে ২ মার্চ পর্যন্ত
সারা দেশ থেকে বাছাই করা ৩৪টি ছবি নিয়ে শুরু হয়েছে দৃক পিকচার লাইব্রেরির ছবি প্রদর্শনী। দুই শতাধিক ফটোসাংবাদিকের সহস্রাধিক ছবি থেকে এসব ছবি বাছাই করা হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২ মার্চ পর্যন্ত। দৃক গ্যালারিতে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ প্রেস ফটো কনটেস্টে ২০২২’-এর সমন্বয়ক পারভেজ আহমেদ রনি এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশ থেকে ২৯১ জন ফটোসাংবাদিক ফটো কনটেস্টে অংশ নিয়েছেন। সেখানে তাঁরা এক হাজার ৪০৩টি ছবি জমা দেন। এর মধ্য থেকে বাছাই করে ২৯ সাংবাদিকের ৩৪টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম বারের মতো দৃক দেশের সংবাদপত্রের ফটোসাংবাদিকদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগীরা গত এক বছরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ছবি জমা দিয়েছেন। সেখান থেকে বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
এবার দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এমরান হোসেনের ছবি পিকচার অব দ্য ইয়ার হিসেবে পুরস্কৃত হয়েছে। এ ছাড়া পলিটিকস্ ক্যাটাগরিতে জাকিরুল মাজেদ, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজমে দৈনিক মানব জমিন পত্রিকার জীবন আহমেদ, আর্টস কালচার এবং স্পোর্টস ক্যাটাগরিতে নিউ এইজ পত্রিকার ফটোসাংবাদিক সৌরভ লস্কর বিজয়ী হয়েছেন।
গতকাল শুক্রবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক গীতিআরা নাসরীন, ফটোগ্রাফার আবির আব্দুল্লাহ, ঢাকা ট্রিবিউনের চিফ ফটোজার্নালিস্ট সৈয়দ জাকির হোসেন ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম প্রমুখ।