শিল্পকলা একাডেমিতে পূর্ণিমা তিথির সাধুমেলায় বাউল গান
বাংলাদেশ শিল্পকলা একাডেমি পূর্ণিমা তিথির ৩৪তম সাধুমেলা আয়োজন করে। আজ মঙ্গলবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত সাধুমেলায় বাউলশিল্পীরা বাউল গান পরিবেশন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও লালন গবেষক ফরিদা পারভীন, লালন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ও গবেষক ড. আবু ইসহাক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।
বিশিষ্টি শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, সমির বাউল, বাউল ভাবনার আলো (কুষ্টিয়া), আবদুল লতিফ শাহ (চুয়াডাঙ্গা), মারফত বাউল (কুষ্টিয়া)।
এছাড়াও বিদ্যুৎ কুমার সরকার ‘চিরদিন দুখের অনলে’, লাভলী শেখ ‘কেন ডুবলিরে মন’, এম আর মানিক ‘দ্বীনের ডংকা বাজে’, মিতুল ‘বেদে নাই যার রূপ রেখা’, মোক্তার ‘যেখানে সাইর বারাম খানা’, মিতু মণ্ডল ‘এ গোকুলে শ্যামের প্রেমে’, ফারজানা ইভা ‘ওগো বৃন্দে ললিতে’ গান পরিবেশন করেন। দলীয় সংগীত ‘এসো হে দয়াল কাণ্ডারি’ ও ‘মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই’ পরিবেশনায় ছিলেন নীতু, পুতুল, এ্যানি, রনি, শিফা, সুবর্ণা, শিখা, মিনা পাগলী, সেলিম শাহ, করিম বাউল, সাইদুল ইসলাম, সাহেদ আলী, আবু বকর সিদ্দিক, নয়ন সাধু, নুরুল ইসলাম শেখ, আলামিন, বাউল ফারুক, আয়নাল হক, তানিয়া, বিউটি, সলেমান শেখ, পলি ও সুমি বাউল। যন্ত্রশিল্পী ছিলেন- দোতরায় মুন্না, ঢোলে স্বপন মিয়া, বাঁশিতে রানা, তবলায় সুমন, পারকাশনে সোহেল, জিপসী হোসেন চালি, হারমোনিয়ামে আলম বয়াতী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনিসুর রহমান।