সৈয়দ হক অনূদিত ৫টি বই প্রকাশ করল ‘ঐতিহ্য’
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭তম জন্মবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর ২০২২। এ উপলক্ষ্যে প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশ করেছে সৈয়দ শামসুল হক অনূদিত ৫টি বই হোমারের অডিসি, টেড হিউজের দ্য কামিং অব দ্য কিংস, জেফ্রি চসারের ক্যান্টারবেরি টেল্স, টমাস হার্ডির টেস অব দ্য ডার্বেভেল এবং জন বানিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস। বইগুলোর প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।
আজ (২৭ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ ঐতিহ্য কার্যালয়ে সৈয়দ হক অনূদিত ৫টি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। সৈয়দ শামসুল হকের জীবনসঙ্গী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কন্যা বিদিতা সৈয়দ হক এবং পৌত্রী লামিয়া সাদিকের হাতে নতুন ৫টি বই তুলে দেন ঐতিহ্য-এর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। প্রকাশনা উৎসবে সৈয়দ শামসুল হক অনূদিত বই এবং তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক-গবেষক-অনুবাদক আফসান চৌধুরী, কথাসাহিত্যিক আফতাব হোসেন, কথাসাহিত্যিক অদিতি ফাল্গুনী, শিল্পী ধ্রুব এষ, কবি পিয়াস মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অগ্রগণ্য স্রষ্টা। সাহিত্যের সব ক্ষেত্রে তাঁর অসামান্য সৃষ্টি আমাদের সমৃদ্ধ করেছে, তাঁর অক্ষর আমাদের স্বপ্ন দেখিয়েছে। ঐতিহ্য প্রকাশিত সৈয়দ হকের ৫টি অনুবাদের বই বিশ্বসাহিত্যের সঙ্গে বাংলা ভাষার সংযোগকে আরও দৃঢ় করবে।
সৈয়দ শামসুল হকের পরিবারের পক্ষে আনোয়ারা সৈয়দ হক বলেন, ঐতিহ্য ৩৫ খণ্ডের সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশ করে যেমন আমাদের কৃতজ্ঞ করেছে তেমনি আজ ঐতিহ্য প্রকাশিত তাঁর ৫টি অনুবাদ বইও পাঠকের কাছে নতুন এক সৈয়দ হককে উপস্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি।
ঐতিহ্য-এর পক্ষে আরিফুর রহমান নাইম বলেন, ঐতিহ্য সৈয়দ শামসুল হকের বিচিত্র-বর্ণিল রচনা ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছে। তারই অংশ হিসেবে আজ তাঁর ৮৭তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হল বিশ্বসাহিত্যের সেরা ৫টি বইয়ের সৈয়দ হক অনূদিত ভাষ্য। আশা করা যায় এই ৫টি বইয়ের মধ্য দিয়ে অনুবাদক সৈয়দ শামসুল হকের নতুন পরিচিতি পাঠকের কাছে উজ্জ্বল হয়ে দেখা দেবে।