‘স্ট্রোকস’ শিরোনামে যৌথ চিত্র প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গতকাল ছয়জন চিত্রশিল্পীর শিল্পকর্ম নিয়ে যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অলোকেশ ঘোষ ও শিল্পী বন্ধুরা। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২-এ ‘স্ট্রোকস’ শিরোনামে বাংলাদেশের ছয়জন চিত্রশিল্পীর শিল্পকর্ম নিয়ে যৌথ চিত্র প্রদর্শনী চলবে সাত দিনব্যাপী। প্রদর্শনী ১৬ থেকে ২৩ জুলাই প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—আমিরুল ইসলাম, মো. তানভীরুল ইসলাম (মিঠু), মো. ইকবাল হোসেন, আওলাদ হোসেন, এস এম আসাদ ও জাকির উস সালাম। অংশগ্রহণকারী শিল্পীদের বিভিন্ন সময়ের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে।