৪১ নারীর ‘যাত্রা’
আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষে গ্যালারি টোয়েন্টি ওয়ান ও জনতা ক্লাব অব গ্রেটার ঢাকা’র যৌথ উদ্যেগে ‘যাত্রা’ শিরোনামে শুরু হয়েছে এক শিল্পকর্ম প্রদর্শনীর। গত ২৮ মার্চ বিকেল ৫:৩০টায় গ্যালারি টোয়েন্টি ওয়ানে প্রদর্শনীটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
নারীর প্রতি যে শোষণ-নিপীড়ন, পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা এবং এই সভ্যতা বিনির্মাণে নারীর যে ভূমিকা, তাই উঠে এসেছে কখনো মূর্ত হয়ে, কখনো বা বিমূর্ত রেখার আঁচড়ে। দীর্ঘ সময় ধরে নারী মুক্তি আন্দোলনের যে পথপরিক্রমা এবং তার ফলে সাধিত যে অগ্রগতি তারই প্রতিচ্ছবি যেন এই প্রদর্শনীটি।
প্রদর্শনীতে ৪১ জন নারী শিল্পীর ৪১টি শিল্পকর্ম আছে। বাংলাদেশের নবীন শিল্পীদের শিল্পযাত্রা ও অনুপ্রেরণায় অসামান্য অবদানের জন্য প্রদর্শনী শুরুর দিন দুজন দেশ বরেণ্য শিল্পী অধ্যাপক হাশেম খান এবং অধ্যাপক রফিকুন নবীকে বিশেষ সন্মাননা জানানো হয় এবং তাঁদের তিনটি শিল্পকর্ম প্রদর্শনীতে রয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন রব রুবা এবং দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন ।
প্রদর্শনীটি আগামী ১২ এপ্রিল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।