তুলির আঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজের ক্যাম্পাসকে তুলির আঁচরে তুলে ধরার অনন্য উদ্যোগের প্রয়াস থেকে গত ১ মে শুরু হয়েছে ‘আমাদের ক্যাম্পাস আমাদের ক্যানভাস’ এই শিরোনামে চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নানা কারণে স্মৃতি বিজড়িত। অতীত ঐতিহ্যের গৌরব আর নবাব আমলের নানা নিদর্শন মিলিয়ে এই সমৃদ্ধ ক্যাম্পাসকে শিল্পীর চোখে তুলে ধরার এই কাজ করেছে চারুকলার ১৯তম ব্যাচের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের ১৭ জন তরুণ। সদ্য অনার্সের গণ্ডি পেরোনো এই তরুণদের মূল উদ্দেশ্য সেই ১৯২১ সাল থেকে নানা লাল স্থাপনা আর অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন এবং সবুজ পরিবেশকে একসাথে মিলিয়ে ক্যানভাসে তুলে ধরা। কার্জন হল, দোয়েল চত্বর, বাংলা একাডেমি ভবন, শামসুন্নাহার হল অফিস, চারুকলা প্রাঙ্গণ, রাজু ভাস্কর্য, সেন্ট্রাল লাইব্রেরি সব কিছুরই দেখা মিলবে এই প্রদর্শনীতে ঠাই পাওয়া ছবিগুলোতে।
প্রদর্শনীর শিল্পী মাসুদ হাসান জানান, তাঁরা মূলত তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে এই ছবির কাজগুলোর মাধ্যমে তুলে ধরেছেন, তাঁদের অর্জিত জ্ঞান প্রয়োগ করেছেন। পাশাপাশি তাঁরা তাঁদের পরবর্তী উদ্যোগ হিসেবে পুরো ঢাকা শহর নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান। মোট ৮০টি কাজ সাজানো হয়েছে তেল রং, অ্যাক্রেলিক ও জল রঙের মাধ্যমে।
জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী শেষ হবে আগামী ৭ মে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।