নেপালের জন্য ভালোবাসা
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না, ও বন্ধু
অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে ঢুকলেই ভূপেন হাজারিকার বিখ্যাত এই গানটির লাইন কটি আরো একবার মনে হবে।
গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে বেশ কিছু আলোকচিত্র। আলোকচিত্রী আবীর আবদুল্লাহর তোলা ছবিগুলোতে উঠে এসেছে সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পের চিত্র আর ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা।
নেপালের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সাহায্যার্থে অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারম্যান নীলু রওশন মুর্শেদ এবং শিল্পী কনকচাঁপা চাকমা, মাহবুবুর রহমান, বিশ্বজিৎ গোস্বামী, তৈয়বা বেগম লিপি, কে এম মিঠু, জামাল আহমেদ প্রমুখ শিল্পীর উদ্যোগে ১৭ মে দেশের নবীন-প্রবীণ ৮৭ শিল্পীর ৯৩টি শিল্পকর্ম নিয়ে অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস আয়োজন করে ১১ দিনব্যাপী এক প্রদর্শনীর।
আলোকচিত্র, ভাস্কর্য, ট্যাপেস্টি, জলরং, তেলরং ও অ্যাক্রিলিকে করা চিত্রকর্মসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। এতে শিল্পকর্ম দিয়েছেন শিল্পী হাশেম খান, হামিদুজ্জামান খান, মনিরুজ্জামান, আবুল বারাক আলভী, আবদুস শাকুর, কালিদাস কর্মকার, কনকচাঁপা চাকমা, ফরিদা জামান, বীরেন সোম, চন্দ্র শেখর দে, শহীদ কবিরসহ বরেণ্য সব শিল্পী।
শিল্পীদের গভীর মমত্ব আর ভালোবাসায় গড়া এ প্রদর্শনীর প্রতিটি শিল্পকর্মই বিক্রির জন্য। এরই মধ্যে ৩০টির অধিক শিল্পকর্ম বিক্রি হয়েছে। অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারম্যান নীলু রওশন মুর্শেদ বলেন, ‘প্রদর্শনীর শিল্পকর্ম বিক্রির সব টাকাই দেওয়া হবে নেপালের অসহায় মানুষের সাহায্যার্থে। এখান থেকে গ্যালারি বা শিল্পীরা কোনো অর্থ নেবেন না।’
প্রদর্শনীটি ২৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।