আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় ফেত দো লা মিউজিক ২০২৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/17/351455943_944610186748498_7782082384320421989_n_1.jpg)
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা আজ উদযাপন করতে যাচ্ছে ‘ফেত দো লা মিউজিক ২০২৩’। এ উপলক্ষ্যে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যলারিতে আজ বিকেল ৪.৩০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আয়োজন করা হবে বিশেষ সঙ্গীত উৎসবের।
বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সঙ্গীতের পাশাপাশি পিয়ানো, গিটার আর বাঁশির মূর্ছনায় সংগীতানুষ্ঠানটি সবার কাছে দারুণ উপভোগ্য ও আনন্দময় হয়ে উঠবে বলে আশা করা যায়।
নানারকম সঙ্গীত সবার কাছে পৌঁছে দেওয়া, সংগীতের মাধ্যমে মানববন্ধন সুদৃঢ়ভাবে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে একের পর এক সঙ্গীত পরিবেশনই হচ্ছে ফেত দো লা মিউজিকের মূল ধারণা।
এ দিনের অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকে বলে অর্কেস্ট্রা, অপেরা, কয়্যারের মতো সঙ্গীত ইনস্টিটিউটগুলো রাস্তা, পার্কসহ জাদুঘর, রেল স্টেশন ও ঐতিহাসিক দুর্গের সামনে খোলা জায়গায় সঙ্গীত পরিবেশন করে থাকে।
এভাবেই সঙ্গীত ছড়িয়ে পড়ে শহর আর আশেপাশের এলাকাগুলোতে, বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে নতুন আর দক্ষ শিল্পীদের মধ্যে।
১৯৮২ সালে ফ্রান্সে ফেত দো লা মিউজিক প্রথম উদযাপন শুরু হয়। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতি মন্ত্রী দিনটি পালনের উদ্যোগ নেন।
পরবর্তী সময়ে প্রতি বছর ২১ জুন বিশ্বের শতাধিক দেশে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে আলিয়াঁস ফ্রঁসেজ দো ঢাকা আজ (১৭ জুন) উদযাপন করতে যাচ্ছে বিশেষ সংগীত উৎসব ফেত দো লা মিউজিক।