কবি মুহম্মদ নূরুল হুদার ৭৫তম জন্মদিন আজ

আজ ৩০ সেপ্টেম্বর। ১৯৪৯ সালের এদিনে জন্মগ্রহণ করেন কবি মুহম্মদ নূরুল হুদা। সে হিসেবে আজ শনিবার ৭৫তম জন্মদিন তাঁর। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছেন কবি-সাহিত্যিক, সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী ও সংগঠন।
মুহম্মদ নূরুল হুদা বাংলা-ভাষা সাহিত্যে প্রথিতযশা কবি। একইসঙ্গে তিনি ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচকও। তবে ‘জাতিসত্তার কবি’ হিসেবে অধিক পরিচিত। বর্তমানে তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে আছেন।
কবির জন্মদিনে আজ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে রয়েছে ত্রিলোক বাচিক পাঠশালার আয়োজন।
বাংলাদেশ রাইটার্স ক্লাবের বিভিন্ন শাখা থেকে কবির প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন কবি-সাহিত্যিকরা। নারায়ণগঞ্জের আহ্বায়ক কবি কাজী আনিসুল হক লিখিত বিবৃতিতে বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার ৭৫তম জন্ম উৎসবে কবির দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
১৯৪৯ সালে ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পোকখালি গ্রামে বাবা হাজী মোহাম্মদ সেকান্দর সওদাগর ও মা আঞ্জুমান আরা বেগমের কোলজুড়ে জন্ম নেন এই কবি। তিনি ১৯৫৯ সালে পূর্ব পোকখালী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে মেধা-বৃত্তি লাভ করেন। ১৯৫৯ সালে ঈদগাঁও হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ১৯৬৫ সালে ঈদগাঁও হাইস্কুল থেকে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় (কলা বিভাগে) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। তিনি ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও পরের বছর মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
কবি মুহম্মদ নূরুল হুদা কবিতার পাশাপাশি লিখেছেন গদ্য, করেছেন অনুবাদ, লিখেছেন চিকিৎসা শাস্ত্র (হোমিওপ্যাথিক) নিয়ে। বাংলাভাষার পাশাপাশি ইংরেজিতেও লিখেছেন তিনি।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এ ছাড়া তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।