কেমন আছেন বরেণ্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়?
শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসাধীন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গতকাল সোমবার (১৭ জুন) ছোট একটি অপারেশনও হয়েছে তার। সংবাদ ছড়িয়ে পড়লে তার শারীরীক পরিস্থিতি জানতে চান ভক্তরা। পরে শীর্ষেন্দুকন্যা দেবলীনা গণমাধ্যমে জানালেন শেষ তথ্য ।
টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারের বরাতে সেই তথ্য তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। দেবলীনা জানান, রুটিন চেকআপ চলছে তার বাবার। বুকে পেসমেকার বসানো ছিল, গতকাল সোমবার সেটি বদলানো হয়েছে। এখন অনেকটাই সুস্থ তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে বাবাকে।
দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শীর্ষেন্দুর পেসমেকার বদলানো হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, পেসমেকার বদলানোর পর সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল। তবে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ৮৮ বছরের সাহিত্যিক দিন দুয়েকের মধ্যেই ফিরতে পারবেন বাড়ি।

এনটিভি অনলাইন ডেস্ক