উপার্জিত অর্থের সঠিক ব্যবহার জানতে পড়ুন ‘টাকার ব্যবহার’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে উপার্জনের কিছু অংশ নিজের কাছে রাখতে পারা খুবই কঠিন একটি কাজ। উলটো মাস শেষ হওয়ার আগেই পড়তে হয় টানাপোড়েনে। কষ্টের টাকা কীভাবে যে এত দ্রুত ফুরিয়ে যায়, তার হিসেব মিলে না।
তবে টাকার সঠিক ব্যবহার জানলে খুব সহজেই এ সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। সীমিত উপার্জন থেকে সঞ্চয় করে সঠিকভাবে বিনিয়োগের মাধ্যমে সম্পদও বাড়ানো সম্ভব। সেজন্য জানতে ও মানতে হবে সঠিক গাইডলাইন। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত রায়হান কামাল এর ‘টাকার ব্যবহার’ বইটি আপনাকে সেই পথটিই দেখাবে।
শৈশবের শুরু থেকে একদম অবসর পর্যন্ত কীভাবে টাকার সঠিক ব্যবহার করে উপার্জিত টাকা জমাবেন এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়াবেন—সেই বিষয়ে বইটিতে ধাপে ধাপে বর্ণনা রয়েছে। বইটিতে রয়েছে, উপার্জিত টাকা খরচ করার স্মার্ট কৌশল। পাওয়া যাবে ব্যক্তিগত ও পারিবারিক বাজেট তৈরি করার পূর্ণাঙ্গ ধারণা। বিভিন্ন প্রকার বাজেট মেথড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। টাকা জমানো বা সঞ্চয় করার পথ খুঁজে পাবেন।
বইটি পড়ে আরও জানা যাবে- টাকা বিনিয়োগ করে সম্পদ বাড়ানোর ঝুঁকিহীন উপায়, ব্যাংক লোন নেওয়ার সহজ নির্দেশনা, লোন দ্রুত পরিশোধ করতে পারার টেকনিক, ক্রেডিট কার্ড এর সুবিধা ও অসুবিধা এবং বীমা সম্পর্কিত বিস্তারিত প্রয়োজনীয় তথ্য।
টাকার ব্যবহার বইটিতে রয়েছে- পার্সোনাল ফাইন্যান্স এর মাধ্যমে সম্পদ বৃদ্ধির কৌশল, ব্যয় কমানোর ট্রিকস, উপার্জন বাড়ানোর সেরা উপায়, আর্থিক সুরক্ষা ব্যবস্থা তৈরির গাইডলাইন, বর্তমান আর্থিক অবস্থা যাচাই করে অবসরের জন্য নিরাপদ আর্থিক পরিকল্পনা।
বইটি পড়লে টাকা বাড়ানোর জন্য আপনাকে খারাপ কোনো উপায় খোঁজা লাগবে না, নিজের সীমিত আয় থেকে খুব সহজেই বৈধভাবে টাকা বাড়াতে পারবেন, গড়তে পারবেন সুখি, সুন্দর ও সমৃদ্ধ জীবন।
রকমারি.কম,ওয়াফিলাইফ-সহ বাংলাদেশের সকল অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে।
বইটি সম্পর্কে লেখক রায়হান কামাল বলেন, বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষ থেকে শিল্পপতি, প্রায় সবার মাঝে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ সমস্যা একদিনে তৈরি হয়নি। এক সমীক্ষায় দেখা গেছে, দেশে মাত্র ১৯% মানুষ ফিনানশিয়াল লিটারেসি সম্পর্কে জানেন। বেশির ভাগ মানুষই আয়ের সাথে মিল রেখে ব্যয় এবং সঞ্চয় ও বিনিয়োগের কথা মাথায় রেখে ব্যয় করেন না। এমন অবস্থায় যথাযথ অর্থনৈতিক জ্ঞানই মানুষকে আর্থিক সমস্যার সমাধান দিতে পারে। সায়েন্টিফিক্যালি প্রমাণিত, অধিক অর্থ উপার্জন নয়, উপার্জিত অর্থের সঠিক ব্যবহারই মানুষকে আর্থিকভাবে নিরাপদ করে তুলতে পারে। এর জন্য প্রয়োজন কেবল আর্থিক ব্যাপারে বিশদ ও ব্যবহারিক জ্ঞান। সেজন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের উপযোগী করে এ বইটি লিখেছি।