মণিপুরী জীবনের রঙে বিশ্বসাহিত্য কেন্দ্রে ৯ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হচ্ছে মণিপুরী জনগোষ্ঠীর ওপরে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী এই নৃতাত্ত্বিক সম্প্রদায়ের ভাষা, আচার-অনুষ্ঠান, ধর্মবিশ্বাস, নৃত্য-সংগীত, কারুশিল্প ও জীবনধারা—সব মিলিয়ে এক সমৃদ্ধ সাংস্কৃতিক অধ্যায়। সময়ের নানা পরিবর্তন আর সামাজিক চ্যালেঞ্জের মধ্যেও তারা ধরে রেখেছে নিজেদের স্বকীয়তা। সেই মণিপুরী জীবনের নানান মুহূর্ত ধারণ করেছেন তিন আলোকচিত্রী—মো. কাউছার হাবিব সোমেল, মোহা: আসহাবুল হক নান্নু এবং মোহাম্মদ হারুন আর রশীদ।
এই ছবিগুলো নিয়েই বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত হয়েছে ৯ দিনব্যাপী প্রদর্শনী ‘মণিপুরী : এন এথনিক কমিউনিটি অব বাংলাদেশ’। উদ্বোধন হবে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টায়। এর আগে বিকাল ৪টায় কেন্দ্রের ৪০১ নম্বর মিলনায়তনে উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতজন শংকর সাওজাল, আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী এবং আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারি ৪০২ নম্বর কক্ষে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।
চলমান একটি মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবেই এই প্রদর্শনীর আয়োজন। মেন্টরশিপ কার্যক্রম পরিচালনা করছেন প্রশিক্ষক ও আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম, আর সার্বিক সমন্বয় করেছেন আলোকচিত্রী ও সংগঠক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

এনটিভি অনলাইন ডেস্ক