আশুলিয়ায় চার শতাধিক অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস
সাভারের আশুলিয়ায় চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। আজ বৃহস্পতিবার সকালে ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় উপজেলা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগে ইউসুফ মার্কেট এলাকায় কয়েকজন অবৈধ গ্যাস সংযোগকারী অল্প টাকার বিনিময়ে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে আসছিল। তাঁরা বাড়ির মালিকদের কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে তিতাসের মূল লাইন থেকে এ সংযোগ দিচ্ছিলেন। অবৈধ সংযোগ দিতে তাঁরা নিম্নমানের পাইপ ব্যবহার করছিলেন।
এলাকাবাসী আরও জানান, নিম্নমানের পাইপ হওয়ায় সেগুলো ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তিতাসকে অভিযোগ দেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে তিতাস।
তিতাসসূত্রে জানা যায়, অভিযানে চার শতাধিক বাড়ির অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে সংযোগকাজে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও বেশ কিছু রাইজার জব্দ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হবে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।