ঈদযাত্রা : সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের তীব্র চাপ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্রর চাপ থাকলেও, নেই যানজট।
বাস ছাড়াও বিভিন্ন পণ্যবাহী যানবাহনের পাশাপাশি নিষেধাজ্ঞা সত্ত্বেও আগের মতো এখনও মানুষ মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে, যানজট নেই।
তবে, মাঝে মধ্যে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়। অনেক সময় গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং চালকদের প্রতিযোগিতামূলক আচরণের জন্য ওভারটেকিংয়ের জন্যও বিশৃঙ্খলা তৈরি হয় এবং সাময়িক যানজট দেখা দেয়।
যানজট নিরসনে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, যেহেতু ঢাকা সিটির ভেতরে এবং যমুনা সেতুর পূর্ব পাড়ে, বিশেষ করে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘসময় যানজটে আটকে থাকা গাড়িগুলো সময়মতো গন্তব্যে যেতে পারেনি। সে কারণে আজও যানবাহনের চাপ থাকবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯ কিলোমিটার এলাকায় যানজট মোকাবিলায় ৬০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ফলে যানজটের আশঙ্কা নেই বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আজ সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে, কোথাও যানজট নেই। যানজট নিরসনে ৬০০ পুলিশ সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।