কুয়াকাটায় জেলের মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের ধাওয়ায় সুজন (৩০) নামের এক জেলের মৃত্যুর ঘটনায় পায়রা বন্দর নৌ-পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল অফিসে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন পায়রা বন্দর নৌ-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন, কনস্টেবল রিয়াজ, সুমন ও ছাত্তার।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চর বালিয়াতলী ঢোস এলাকা থেকে পাঁচ জেলে একটি মাছধরা ট্রলারসহ রাবনাবাদ নদীর দিকে রওনা দেয়। এ সময় ট্রলারে নিষিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ-পুলিশবাহী একটি ট্রলার। ঘণ্টাব্যাপী ধাওয়ার পর জেলেরা ফের ঢোস এলাকায় পৌঁছে। এ সময় চার জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও সুজনকে ধরে ফেলে নৌ-পুলিশের সদস্যরা।
পরে তাকে মেরে ফেলা হয়েছে এই অভিযোগ তুলে ওই চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। প্রায় ছয় ঘণ্টা প্রচেষ্টার পর গতকাল সন্ধ্যায় ওই চার পুলিশ সদস্যকে উদ্ধার করে জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।