খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা
 
          খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলেক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনময় সভা। ছবি : এনটিভি        
          খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা হয়।
এসময় জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ‘উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির সবগুলে পূজা মণ্ডপে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।’
এ সময় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা আয়োজনে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ সুপার মো. নাইমুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি সার্কেলের এএসপি মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেলের এএসপি মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 
                   আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
                                                  আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
               
 
 
 
