খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলাবিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা হয়।
এসময় জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, ‘উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির সবগুলে পূজা মণ্ডপে প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।’
এ সময় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা আয়োজনে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ সুপার মো. নাইমুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি সার্কেলের এএসপি মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেলের এএসপি মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।