বেইলি ব্রিজের পাটাতন দেবে আটকা কাভার্ডভ্যান, জনদুর্ভোগ
খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের বেতছড়ি এলাকায় নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজের (স্টিল সেতু) পাটাতন দেবে যাওয়ায় একটি কাভার্ডভ্যান আটকে গেছে। এর ফলে দীঘিনালা ও লংগদু সড়কের উভয় পাশে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালের দিকে কাভার্ডভ্যানটি সেতুর ওপর উঠলে সেতুর পাটাতন দেবে গিয়ে গাড়িটি আটকে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার কারণে দীঘিনালা এবং লংগদু সড়কের দুই পাশের স্থানীয় যানবাহন, যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী সকল প্রকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাসান জানান, আজ সকালে সেতু দেবে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা ইতোমধ্যে জনদুর্ভোগ কমাতে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছি।

আক্তার হোসেন, খাগড়াছড়ি (সদর-দীঘিনালা-পানছড়ি)