খুলনায় বেড়েছে মাছের উৎপাদন
খুলনায় মাছের উৎপাদন বেড়েছে। গত অর্থবছরে মাছের মোট উৎপাদন হয়েছে প্রায় ৮৯ হাজার মেট্রিক টন। সে হিসেবে আগের অর্থবছরের তুলনায় মাছ উৎপাদন বেড়েছে বলে দাবি জেলা মৎস্য অফিসের। এক তথ্যে বলা হয়েছে, খুলনায় মাছ উৎপাদন বাড়ার পাশাপাশি প্রায় সাড়ে ২৭ হাজার মেট্রিক টন চিংড়ির উৎপাদন হয়েছে।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। খুলনা জেলায় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে খুলনায় মাছ উৎপাদনের পরিসংখ্যান তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, খুলনা জেলায় ২০২১-২২ অর্থবছরে মাছের মোট উৎপাদন হয়েছে ৮৮ হাজার ৮১ মেট্রিক টন, যা জেলার চাহিদার চেয়ে ৩১ হাজার আটশত ৪৯ মেট্রিক টন বেশি। একই সময়ে জেলায় চিংড়ি মাছের উৎপাদন হয়েছে ২৭ হাজার চারশত ৫৩ মেট্রিক টন।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক এসএম জাহিদ হোসেন প্রমুখ।