জনপ্রতিনিধিদের মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শন
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রদান এবং নমুনা সংগ্রহ কার্যক্রমসহ সার্বিক অবস্থা পরিদর্শনে করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদসহ জনপ্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার তারা এ আকস্মিক পরিদর্শনে আসেন।
এ সময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দ্র কুমার ভৌমিক, হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়ছাল জামান সংসদ সদস্যসহ জনিপ্রতিধিদের স্বাগত জানান।
এ সময় সংসদ সদস্য নেছার আহমদের সঙ্গে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন।
জনপ্রতিনিধিরা ঘুরে ঘুরে দেখেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঢেউয়ের সহযোগিতায় করোনার ভ্যাকসিন দেওয়া ও নমুনা সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করছে। এতে তারা সন্তোষ প্রকাশ করেন। এই সুশৃঙ্খলতা যাতে অব্যাহত থাকে এবং হাসপাতাল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে সংসদ সদস্য নির্দেশনা দেন।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার