করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আটজন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৬৫১ জন। এ যাবত দেশে মোট ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত মোট এক কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় এ পর্যন্ত মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা শুরু থেকে এ যাবত মোট ২৯ হাজার ৫২৪ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ৪২ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।