জামালপুরে যৌতুকের মামলায় একজনের সাত বছরের কারাদণ্ড
জামালপুরে যৌতুকের মামলায় একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন জানান, ১০ বছর আগে জামালপুর সদর উপজেলার চরগজারিয়া গ্রামের মৃত বাজতুল্লা বেপারীর মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে একই এলাকার মজিবুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জেসমিন আক্তারকে নির্যাতন শুরু করে স্বামী মজিবুর রহমান। পরে ২০১৮ সালে স্বামী, শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় যৌতুকের মামলা করেন জেসমিন আক্তার। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে আসামি মজিবুর রহমানের উপস্থিতিতে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাশুড়িসহ অন্য তিনজনকে খালাস দেন আদালত।